নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামের ভুট্টাক্ষেতের জালে আটকা পড় প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আট ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ছয় কেজি।
রোববার (২৩মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুড়িরবাড়ী এলাকায় ভুট্টাক্ষেতের জাল থেকে সাপটি উদ্ধার করে প্রাণিসম্পদ ও বন বিভাগ কর্মীরা।
এলাকাবাসী জানায়, রোববার সকাল ৭টায় কৃষক লুতু মিয়ার ভুট্টাক্ষেতের জালে অজগর সাপটি আটকে পড়ে। লুতু মিয়া সাপটিকে একটি লোহার খাঁচায় আটকে রাখেন। পরে উপজেলা থানা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন।
পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আখিরুজ্জামান বলেন, ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ভুট্টাক্ষেতের জালে আটকে যায়। এটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় রাখা হবে।
সান নিউজ/আরএস