নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় বৃষ্টির জন্য নামাজ (ইস্তিসকার নামাজ) আদায় করেছেন মুসল্লিরা। খুলনায় অনাবৃষ্টি, খরা আর প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
শনিবার (২২ মে) বেলা ১১টায় মহানগর দৌলতপুরের ঐতিহ্যবাহী দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে অনাবৃষ্টির, খরা আর প্রচণ্ড তাপদাহ থেকে রেহাই পেতে এ বিশেষ নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মহানগরীর দৌলতপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি রশিদ আহমেদ এ বিশেষ নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে মোনাজতে মুসল্লিরা মহান আল্লাহর নৈকট্য লাভ ও গোনাহ মাফ চেয়ে বৃষ্টির জন্য আর্তনাদ করেন।
প্রচন্ড তাপদহ, খরা ও অনাবৃষ্টির ফলে খুলনা অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির মহা সংকট। খরতাপে শুকিয়ে গেছে ডোবা, পুকুর ও খালের পানি। শহরের আসে পাশের এলাকার পানির স্তর নেমে গেছে। অনাবৃষ্টির ফলে পানির অভাবে কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না। টিউবওয়েলে উঠছে না পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।
ইস্তিসকার নামাজে আদায়ের সময় উপস্থিত ছিলেন দেয়ানা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, দেয়ানা জামে মসজিদের ইমাম হাফেজ আরিফ বিল্লাহ, সুলতানিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নাজমুল হাসান, মুর্তজা আল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মেহেদী হাসান আল হাদী, দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল ইসলাম হোসাইন, পিলখানা জামে মসজিদ ঢাকার ইমাম ও খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সান নিউজ/আরএস