নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার সময় মাছ ভর্তি দুইটি ফিশিং বোট জব্দ করেছে মৎস্য বিভাগ।
শনিবার (২২ মে ) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মেঘনা নদী থেকে এফ বি আসমা ও এফ বি সিপ্লো-৫ নামের বোট দুইটি জব্দ করে সদর ও দৌলতখান উপজেলার মৎস্য বিভাগ। জানা যায়, জব্দকৃত বোট দুটির একটি বরিশালের মেহেন্দিগঞ্জ ও আরেকটি চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফিরছিলো।
ভোলার সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন ও দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহাফুজ হাসনাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গভীর বঙ্গোপর সাগরে মাছ শিকার করে ফেরার সময় অভিযান চালিয়ে সদরের ধনিয়া তুলাতুলি মেঘনা নদী থেকে বোট দুইটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আনুমানিক ১০০ মন ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। মৎস্য বিভাগ জানান জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর নেতৃত্বে মেরিন আইনে নিলাম দেওয়া হবে এবং নিলামের সমপরিমাণ টাকা জরিমানা করা হবে বলে জানান তারা।
সান নিউজ/আরএস