নিজস্ব প্রতিনিধি,নাটোর : নাটোরে পানি নিষ্কাশনে কৃষকদের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় হালতি খোলাবাড়িয়া খাল পুনঃখনন করছেন, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ।
এ উপলক্ষে শনিবার (২২ মে) দুপুরে খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জান মনির এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জজ কোটের পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট. সিরাজুল ইসলামসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিএমডিএ সহকারী প্রকৌশলী আসানুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিনসহ অন্যান্যরা। এর আগে হালতি খোলাবাড়িয়া ওই খালের কার্যক্রম পরিদর্শন করেন, স্থানীয় সাংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এসময় তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্ট দফতরকে কাজ কঠিক ভাবে দ্রুত করার তাগিদ দেন । তিনি আরও বলেন, এ অঞ্চলের হাজার হাজার কৃষকের দীর্ঘ দিনের প্রাণের দাবি খালটি খননের। এজন্য তিনি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, খোলাবাড়িয়া থেকে মোহনপুর আত্রাই নদী অভিমুখে দুই কিলোমিটার, বম্মপুর ইউনিয়নের ঝোপদুয়ার হতে মাধনগর ব্রীজ হয়ে হারতি খোলাবাড়ি গ্রাম হয়ে ত্রিমহনী পর্যন্ত মোট ২৩ কিলোমিটারে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
সান নিউজ/ আরএস