নিজস্ব প্রতিনিধি, সিলেট : করোনাকালীন সংকটে অসহায় হয়ে পড়া কর্মহীন ও দরিদ্র ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন।
শনিবার (২২ মে) সকালে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের ২০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা, আধা লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর ও এক কেজি চিনি দেয়া হয়।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম, পিএসসি বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় সীমান্ত হত্যা ও সীমান্ত অপরাধ রোধে কর্মহীন দুস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।
সান নিউজ/আরএস