রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২২ মে ২০২১ ০৮:০৫
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:৫৪

রোজিনার মুক্তির দাবিতে চাটমোহরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন হয়েছে। শনিবার (২২ মে) সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে থানা মোড়ের আমতলায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু ও প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মীরাসহ বিভিন্ন ব্যক্তি সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাকে মামলায় গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, সেই সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা