নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আটকের পর সাত জুয়াড়িকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ মে) সিরাজগঞ্জ-ক অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী এ আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দীতপুর আলাল গ্রামের বদি উজ্জামানের ছেলে মো. সেলিম, মতিয়ার রহমানের ছেলে এরশাদ আলী, আছাব আলীর ছেলে মুকুল হোসেন, মৃত বদিউজ্জমানের ছেলে মাসুদ রানা, মনিরুজ্জামানের ছেলে আল আমিন, তেলকুপির সাবেদ আলীর ছেলে ছরওয়ার হোসেন ও বেড়া বাড়ির মন্তাজ আলীর ছেলে জুয়েল হোসেন।
র্যাব-১২-এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা বলেন, বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলে সাত জুয়াড়িকে আটক হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সান নিউজ/ আরএস