নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী প্রতি আহ্বান জানিয়ে আইনজীবীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। তাদের আহ্বান স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে আদালতের কার্যক্রম চালু করে দেয়া। বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে সাধারণ আইনজীবীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী মহোদয়ের প্রতি আহ্বান সাধারণ বিচার প্রার্থী জনগণের অধিকার ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় স্বাস্থ্যবিধি পালন পূর্বক আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু করুন। সাধারণ আইনজীবীদের দাবি -আমরা স্বাস্থ্য বিধি মেনে আদালতের কার্যক্রম করতে চাই।
আইনজীবী আরও বলেন, মিডিয়ার ভাইদের বলছি -সাংবাদিকের কলম ও মিডিয়া বিশ্বে সবচেয়ে বড় শক্তিশালী। আপনারা সাধারণ আইনজীবীদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী মহোদয়ের নিকট পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন - সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর শাহিন মিজি, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট তৌহিদ আহসান মঈন, অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট মো. সুমন মিয়া, অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ সাধারণ আইনজীবীরা।
সান নিউজ/আরএস