নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (১৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী এসব যাত্রী দেশে ফেরত আসেন। তাদের তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে ১৪ জন পাসপোর্ট ধারী দেশে ফিরেছেন। এসময় তাদের ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।
সান নিউজ/আরএস