নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৩০ বাড়িঘর ভাংচুর করা হয়েছে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে সাত পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৯ মে) সকালে পরমেশ্বরদী গ্রামে এ সংঘর্ষ বাধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ শেখ গ্রুপ এবং একই গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সোহেল ও ইউনিয়ন আওয়ামী লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে সকালে পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৫জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের সুজন শেখ (২৫), সুমন বিশ্বাস (৩০), নিজান (২০) ও ইব্রাহীম (৩০)। এছাড়া আহত তিন পুলিশ সদস্যকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ দেয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সান নিউজ/ আরএস