সারাদেশ

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট. লিয়াকত শিকদার। ঐতিহাসিক ১৭ মে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা তালতলা বাজারে সোমবার (১৭ মে) পাঁচ শতাধিক দুস্থ মানুষের মধ্যে তিনি এসব বস্ত্র বিতরণ করেন।

বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া ও বাংলাদেশ আওয়ামীলীগের বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল।

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত শিকদার বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী আওয়ামীলীগের দুঃসময়ে যখন হাজার হাজার পরিবার স্বৈরশাসক জিয়াউর রহমানের নির্যাতনের শিকার হয়েছিল, তখন দলের দায়িত্ব নিয়ে এখনো অব্দি দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। যার ফলে বাংলাদেশ তার অগ্রগতির যাত্রা অব্যাহত রেখেছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে করোনাকালীন সময়ে কর্মহীন ও দুস্থদের মধ্যে কিছু ঈদ উপহার তুলে দিতে পেরে আনন্দিত। সমাজের বিত্তবানদের নিকট আহ্বান থাকবে তারা যেন এই করোনাকালীন সময়ে অসহায়দের পাশে এসে দাঁড়ায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি কামরুল সিকদার, পৌরসভার প্যানেল মেয়র মো. মমিন খান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিবুর রহমান বিপ্লব, যুবলীগ নেতা পরশ সিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মেহেদি হাসান, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সহ-সভাপতি মো. জামাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগনেতা মোল্লি আশিক, সাইদুল ইসলাম সোহরাব, আমিনুর ফাহিম প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা