নিজস্ব প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতার আশঙ্কায় অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১৬ মে) সকাল থেকে বসুরহাট বাজার ও পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের ঘোষণার পর এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর দুপুরে বলেন, র্যাব-১১ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বোরহান উদ্দিনের নেতৃত্বে র্যাবের ১৬ জনের একটি টিম ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।
স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বসুরহাটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটে যানবাহন ও লোকজনের চলাচল ছিল অনেক কম। রোববার বাজারের দিন হলেও দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।
এর আগে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুগতরা রোববার (১৬ মে) পৌরসভা মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ডাক দেয়। পাশাপাশি প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগও একই সময় বসুরহাট জিরো পয়েন্টে কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
প্রসঙ্গত, নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ইতোমধ্য দুপক্ষের সংঘর্ষে একজন সাংবাদিকসহ দুজন মারা গেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীসহ শতাধিক নেতা আহত হন। অর্ধশতাধিক নেতাকর্মী কারাগারে।
সান নিউজ/আরএস