নিজস্ব প্রতিনিধি, নড়াইল: মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উদ উল ফিতর পালিত হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব মেনে শুক্রবার সকাল ৭ টায় নড়াইল কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোঃ ওয়াকিউজ্জামান।
এখানে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর পর পর্যায়ক্রমে জামায়াত অনুষ্ঠিত হয় রুপগঞ্জ বাজার জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, বরাশুলা ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, মহিলা মাদরাসা ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, ভওয়াখালী ঈদগাহ ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, আনসার অফিস ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, মাছিমদিয়া ঈদগাহ সংলগ্ন জামে মসজিদ, মহিষখোলা জামে মসজিদ ও পুরাতন রেষ্ট্রি অফিস জামে মসজিদে। এছাড়া বিভিন্ন মসজিদে কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
সান নিউজ/আরএস