নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের “ শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের অধীনে জেলার ১০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে ) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে নেই পার্বত্য চট্টগ্রাম। সারাদেশের সাথে তাল মিলিয়ে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল। প্রধানমন্ত্রীর ঐকান্তিক দুরদর্শী প্রচেষ্টায় শিক্ষার প্রসারে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ডিজিটাইজেশনের এই যুগে শিক্ষার প্রসার ঘটাতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। এরই অংশ হিসেবে মাল্টিমিডিয়া প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের পাঠ গ্রহণ করবে।
সান নিউজ/আরএস