সাংবাদিক নির্যাতন, হয়রানি, গ্রেফতার ও হাতকড়া পরানোর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিছু জানেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জিরো পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, তদন্ত না করে আইসিটি আইনে সাংবাদিককে হাতকড়া পরানোর কোনো ঘটনা আমার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করব। আইসিটি আইনের মামলায় তদন্ত করেই ব্যবস্থা গ্রহণ করার কথা। তবে কোনো সাংবাদিক হোক বা কোনো নিরীহ কেউ অহেতুক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানি হওয়ার কথা নয়।
এসময় সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম বিতর্কে আমরা জড়াতে চাই না। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। ইভিএম পদ্ধতি থাকলেও আমরা নির্বাচনে আছি, আর ইভিএম পদ্ধতি না থাকলেও আমাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আপত্তি নেই।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দুপুর ১২টার দিকে খুলনার জোড়াগেট এলাকায় ওয়াসার কাজের গাফিলতির সংবাদ সংগ্রহ করতে গেলে ঠিকাদার ও পুলিশী হামলার শিকার হন ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক রকিব উদ্দিন পান্নু। ঘটনার একপর্যায়ে সাংবাদিক পান্নুকে আটক করে হাতকড়া পড়িয়ে দেয় পুলিশ।
সান নিউজ/সালি