নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের কালেক্টরের বাড়ি থেকে সরকারি ৮ বস্তা সার উদ্ধার করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
সোমবার (১০ মে) রাতে কর্মধা ইউনিয়নের বাবনিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের কালেক্টর ও ইউপি চেয়ারম্যানের আত্মীয় তাজুল ইসলামের বাড়ি থেকে ৮ বস্তা সার এবং ২ বস্তা সরকারি আউশ ধানের বীজ উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্তকর্তা বিল্লাল হোসেন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্তকর্তা রঞ্জিত প্রমুখ।
এলাকাবাসী জানান, সরকারি সার ও বীজ এপ্রিল মাসের ১৯ তারিখে ইউনিয়নে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ২০ দিন পরেও উপকার ভোগীদের মাঝে সেই সার ও বীজ বণ্টন না করে কালেক্টর তাজুল তার নিজের বাড়িতে রেখে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অক্ষত অবস্থায় ৮ বস্তা সার ও ২ বস্তা ধানের বীজের বস্তা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের কালেক্টর তাজুল ইসলামের চাচা শহীদ মিয়ার ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, বিষয়টি আমি জেনেছি। আটক সার ও বীজ উপকারভোগীদের হাতে পৌঁছাতে এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
সান নিউজ/এসকে/কেটি