নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল করোনা ভাইরাস মোকাবিলায় এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য জেলা প্রশাসনের নিকট ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্থান্তর করা হয়েছে।
সোমবার(০৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নড়াইল জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের আয়োজনে খাদ্য সামগ্রী হস্থান্তর অনুষ্ঠানে নড়াইল জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়ুব খান বুলু, সহ-সভাপতি অলোক কুন্ডু, সার ব্যবসায়ী হাবিবুল্লাহ বাহার, হাফিজুর রহমান মল্লিক প্রমুখ।
জানাগেছে, প্রতিটি প্যাকেটে তিন কেজি চাল, সেমাই, চিনি, তেলসহ মোট এগারোটি নিত্য প্রয়োজনী সামগ্রী আছে।
সান নিউজ/আরএস