নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হেডমাঝির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উখিয়া সেনা ক্যাম্পের দুটি টহল দল ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের যৌথ টহল দল এ অভিযান পরিচালনা করে।
রোববার (৯ মে) ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক নিপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া সেনা ক্যাম্পের দুটি টহল দল ও ১৪ এপিবিএনের একটি টিম কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের হেডমাঝি মো. আব্দুল গনির বাসায় অভিযান চালায়।
এ সময় একটি দেশীয় অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি বজায় রাখতে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সাননিউজ/এএসএম