নরসিংদী প্রতিনিধি: কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত মাঝারি ও ক্ষুদ্র শিল্প মালিকদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিসিক নরসিংদীর উদ্যোগে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৯ মে) দুপুরে সাটিরপাড়াস্ত বিসিক কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
বিসিক নরসিংদী জেলা সহকারি ব্যবস্থাপক মো: মাহমুদুল হাসান জানান, করেনায় ক্ষতিগ্রস্ত ৩৩ জন শিল্প মালিকদের মাঝে ১ কোটি ৪৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সরকারের এই প্রণোদনা ক্ষুদ্র ও শিল্প মালিকদের মাঝে ঋণ সরকারি নীতিমালা অনুযায়ী অব্যাহত থাকবে বলেও জানান।
এ সময় নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতি (নকশিস) সভাপতি ও ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিসিকের এজিএম মাহমুদুল হাসান, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস, নাসিবের জেলা সভাপতি রুস্তম আলী ও বিসিক কর্মকর্তা মো: মনির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সবশেষে জেলার ৩৩জন শিল্প মালিককে ১ কোটি ৪৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
সান নিউজ/আরএস