আল-মামুন, খাগড়াছড়ি : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য এলাকা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।
শুক্রবার (৭ মে) দুপুরে খাগড়াছড়ি গ্রিড উপকেন্দ্র হতে দীঘিনালা লংগদু উপকেন্দ্র পর্যন্ত ৩৩/১১ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
কুজেন্দ্র লাল ত্রিপুরা আরও বলেন, যেখানে বিদ্যুৎ পৌঁছানো অসম্ভব সেখানে সৌলার এর মাধ্যমে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়াসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। এ সময় করোনা মহামারিতে সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
এ সময় তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌলশী উজ্জল বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, শতরূপা চাকমা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা এড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, সাবেক সদস্য জুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।
সান নিউজ/কেটি