নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার(০৬ মে) সকালে আখাউড়া পৌরশহরসহ উপজেলার ৫টি ইউপির ১ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই তেল এক লিটার ও এক কেজি পেঁয়াজ।
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, নাছরিন সফিক আলেয়া, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, জালাল হোসেন, কামাল ভূইয়া, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ প্রমুখ।
সান নিউজ/আরএস