নিজস্ব প্রতিনিধি,নড়াইল: নড়াইলে ঈদের আগে ৪ হাজার টাকা করে অনুদান পেলেন পুনর্বাসিত ভিক্ষুকরা। নড়াইল পৌরসভার ৫০জন পুনবার্সিত ভিক্ষুকের মাঝে ২লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (০৬ মে) সদর উপজেলা পরিষদ হলরুমে নড়াইল জেলা প্রশাসন ও শহর সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার, শহর সমাজ সেবা অফিসার মোঃ সুজা উদ্দীন প্রমুখ।
করোনা মহামারী ও ঈদের আগে টাকা পেয়ে ভীষণ খুশি পুর্নবাসিত ভিক্ষুকরা। খায়রুন্নেছা, ফাতেমা আক্তার, ফুলজান বিবিসহ একাধিক ভিক্ষুক বলেন,‘ পুর্নবাসনের পর বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আমাদের এখন আর রাস্তায় ভিক্ষা করতে হয় না। ঈদের আগে এবার সহযোগিতা পেয়ে খুশি হয়েছি।
সান নিউজ/আরএস