আল-মামুন, খাগড়াছড়ি : করোনা মহামারীতে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করে মহালছড়ি সেনা জোন।
বুধবার (৫ মে) সকালে চব্বিশ মাইল মহালছড়ি ডিগ্রী কলেজ এলাকায় শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তায় মধ্যে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয় এতে। করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের পাশে থেকে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় এতে।
সেনাবাহিনী সূত্র জানায়, করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সান নিউজ/কেটি