নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা: গণপরিবহন চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে চারটি দূরপাল্লার বাস আটক করেছে পুলিশ। তবে, পুলিশ বাসে থাকা ৮৪জন যাত্রীকে মাইক্রোবাস ও প্রাইভেটকারে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠিয়ে দেন।
মঙ্গলবার (০৪ মে) দিবাগত রাত ১০টার দিকে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড ও মণিরামপুর বাজার থেকে বাস চারটি আটক করা হয়।
যশোর ট্রাফিক ইন্সপেক্টর সুবেন্দু কুমার মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর সাতক্ষীরার শ্যামনগর থেকে ঠিকানা পরিবহন, গ্রিনবাংলা ও সাতক্ষীরা এক্সপ্রেসের চারটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। খবর পেয়ে যশোর মণিরামপুর বাজার থেকে ঠিকানা পরিবহন ও গ্রিনবাংলার দুটি বাস আটক করা হয়। এরপর যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস আটক করা হয়। এসময় চালক ও হেলপাররা পালিয়ে যায়।
সান নিউজ/আরএস