মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জেলার সাবেক ক্রিকেটার বিল্টু মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নব্বইয়ের দশকে মানিকগঞ্জের কৃতি ক্রিকেটার ছিলেন বিল্টু। তিনি জেলা ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলায় অংশ করে কৃতিত্ব দেখিয়েছেন।
এছাড়া তিনি স্থানীয় ক্রিকেট ক্লাব-কুলফা গোষ্ঠীর নিয়মিত খেলোয়াড় ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, বিল্টু মিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জে ফিরছিলেন। সকালের দিকে কালিবাড়ী এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সান নিউজ/সালি