সারাদেশ

সিলেটে করোনায় আরও ৬ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেলেন মোট ৩৫৬ জন। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬২ জন।

সোমবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৭৮২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৩৫৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৬২ জন করোনা আক্রান্ত রোগীর ৪৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যাদের মধ্যে ১১১ জন সিলেট জেলার ও হবিগঞ্জ জেলার ১২ জন বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৪০৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন রোগী। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মারা গেছেনে ৩৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা