সাতক্ষীরা প্রতিনিধি:
গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রতিষ্ঠিত 'সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড'এর শ্রমিকরা। দীর্ঘদিন যাবত বেতন না পেয়ে আজ (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে আন্দোলনে নেমেছেন ফার্মের দুই শতাধিক শ্রমিক। এ সময় বেতনের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
আন্দোলনের সময় সামাজিক দূরত্বের নির্দেশনা না মেনে আন্দোলন করায় সেখান থেকে তাদের সরিয়ে দেয় RABএর একটি টহল টিম।
সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা বলেন, 'এই কাঁকড়ার ফার্মে কাজ করে আমাদের জীবন চলে। কিন্তু গত চার মাস বেতন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। করোনা সংকটের মধ্যে ঘরে খাবার না থাকায় ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।'
এক নারী শ্রমিক বলেন, 'অভাবের তাড়নায় পরিবার পরিজন ফেলে এখানে কাজ করছি। ঠিক মতো বেতন না পেলে সংসার চলবে কি করে?'
এদিকে, ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় মেম্বার কামরুল ইসলাম।