নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলে ভারত থেকে ফেরত ৯৯ জন বাংলাদেশীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে নড়াইল পৌরসভাস্থ দূর্গাপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) আনা হয়।
শনিবার নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চারপাশে প্রাচীর আছে। গেটে ২৪ঘন্টা আনসার থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে যাতে বাইরে থেকে কোনো অসুবিধা না হয়। এই ৯৯জনকে পুলিশ প্রহরায় যশোর থেকে নড়াইলে আনা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নড়াইলের বরইরে থেকে আসা মোট ১৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদের খাওয়া থাকাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।
সান নিউজ/আরআই