নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ২৯৫ জনে। এছাড়াও নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৬ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুুহিন শনিবার (১ মে) দুপুরে এ সব তথ্য জানান।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের নাটাইপাড়া এলাকা্র মিলা বেগম (৭৪), বৃন্দাবন পাড়ার আফজারুল ইসলাম (৭০) এবং জয়পুরহাটের খায়রুল (৪০)। মিলা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, আফজারুল টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে এবং খায়রুল ইসলাম বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন।
ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৬৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৮৯১ জন।
সান নিউজ/কেটি