নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের ছোবল খাওয়া বজলুল আহমেদ নামে এক যুবক ওই সাপ নিয়ে হাজির হয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। পরে তার শরীরে বিষ আছে কিনা পর্যাবেক্ষণের জন্য ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বজলুল আহমেদ আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের আসাবুল হকের ছেলে।
আহত যুবক বজলুল আহমেদ জানান, বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমার পায়ে একটি সাপ এসে কয়েকটা ছোবল দেয়। পরে আমি নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। যেন চিকিৎসকরা সাপটি দেখে চিকিৎসা করতে সহজ হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, সাপটি বিষধর গোখরা। সাপের কামড়ে আহত বজলুলকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে। তবে সে এখনো শঙ্কামুক্ত কিনা বলা যাচ্ছে না।
সান নিউজ/আরএস