নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সড়ক পরিবহণ মালিক গ্রুপের (শান্তি পরিবহণের) সাধারণ মালিকদের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (০১ মে) সকালে জেলা বানৌক রেস্টুরেন্টে আড়াশ শান্তি পরিবহণের ড্রাইভার হেলপার ও শ্রমিকদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ্বজিৎ রায় দাশ,পরিবহণ মালিক সজল দাশ মো: নাসির,সুভাষ দাশ, নুর হোসেন,মনিরুল ইসসলাম,হারাধন দাশ,নুরসহ অন্যান্যরা অংশ নেয়।
খাদ্য সামগ্রীতে রয়েছে,চিনি,ছোলা,লবণ,খেজুর,আলু,ডাল,সেমাই,পেঁয়াস ইত্যাদি। এসব সামগ্রী পেয়ে করোনায় কর্মহীন শান্তি পরিবহণের ড্রাইভার ও শ্রমিকদের মুখে হাসি ফুটে। তারা জানান, সাধারণ মালিকপক্ষ থেকে এই সহায়তা আমাদের মাঝে কিছুটা হলেও উৎসাহ জোগাবে। পাশাপাশি আমাদের সুখে-দু:খে পাশে দাঁড়াবে এটা প্রমাণ।
এদিকে-সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ্বজিৎ রায় দাশ শান্তি পরিবহণের বর্তমান কমিটির নেতৃবৃন্দের কাছে পরিবহণ মালিক ও শ্রমিকদের কাছে করোনায় প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা সাধারণ মালিকপক্ষ উদ্যোগ নিয়ে নিজেরা কিছুটা এগিয়ে আসার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে কেউ কষ্টে থাকবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সান নিউজ/আরএস