নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে একটি কুরিয়ার সার্ভিসে খেলনার গাড়িতে আসা প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে মাদক পাচার চক্রের তিন সদস্যকে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো. সেলিমের নেতৃত্বে পুলিশ লাইন্স সংলগ্ন এসএ পরিবহনের সামনে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত তিন মাদক কারবারি হলেন- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মৃত মো. তোফায়েল খানের ছেলে মো. সজল খান, তার স্ত্রী এ্যানি আক্তার লামিয়া ও ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ার মো. শামীম হাওলাদার।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসে একটি খেলনার গাড়িতে ইয়াবার চালান আসছে বলে জানতে পারেন তারা। এমন খবরে পুলিশ লাইন্স সংলগ্ন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় খেলনার গাড়িটি তল্লাশি করে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক কারবারি সজল খান ও তার সহযোগী শামীম হাওলাদারকে আটক করা হয়।
ডিবি পুলিশ আরো জানিয়েছে, আটকের পরে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় আটক মাদক কারবারি সজলের দেয়া তথ্য অনুযায়ী দপদপিয়ায় তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আরো এক হাজার পিস ইয়াবাসহ সজলের স্ত্রী এ্যানি আক্তার লামিয়াকে আটক করা হয়।
পাশাপাশি তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল সেট, একটি প্লাটিনা মোটরসাইকেল, একটি খেলনার টয় সাইকেল জব্দ করে ডিবি পুলিশ।
ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘চক্রটি কৌশল অবলম্বন করে দীর্ঘদিন যাবৎ কুরিয়ার মাধ্যমে বাচ্চাদের খেলনার ভিতরে স্ক্রু দিয়ে আটকানো সিট কাভারের নিচে অভিনব কায়দায় প্লাষ্টিক কেটে ইয়াবা পাচার করে আসছিল।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
সান নিউজ/কেটি