সারাদেশ

কৃষকের ধান কেটে মারাই করে দিল স্বেচ্ছাসেবকলীগ

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির ঠাকুরছড়া এলাকায় দরিদ্র দুই কৃষকের ৮০ শতক জমির ধান কেটে মারাই করে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে নেতাকর্মীদের নিয়ে জমিতে পাকা ধান কাটতে শুরু করে সংগঠনটি।

করোনায় শ্রমিক ও অর্থ সংকটের ফলে জমির পাকা ধান কাটতে পারছিল না সমারতন রোয়াজা ও মর্ম বিকাশ রোয়াজা হত দরিদ্র দুই কৃষক। খবর পেয়ে ধান কেটে তা মারাই করে দেওয়ার উদ্যোগ নেই খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মরা।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম এর নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহ-সভাপতি দীপায়ন রোয়াজা, খাগড়াছড়ি পৌর স্বোচ্ছসেবকলীগের আহবায়ক মো. তারেক আজিজ, ১নং খাগড়াছড়ি ইউনিয়ন সভাপতি প্রজ্জ্বল রোয়াজা, সাংগঠনিক সম্পাদক সুকান্ত ত্রিপুরাসহ নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশনা বাস্তবায়নের স্বেচ্ছাসেবকলীগ সব সময় মাঠে আছে এবং আগামীতেও যে কোন কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবকলীগ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম জানান, দরিদ্র দুই কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছে না এমন খবর পেয়ে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। খাগড়াছড়িতে প্রান্তিক ও দুস্থ কোন কৃষকদের ধান কাটতে না পারলে জানালেই স্বেচ্ছাসেবকলীগ স্ব-উদ্যোগে তাদের পাশে আছে দাঁড়াবে বলে তিনি জানান।

এ ধরনের কার্যক্রমে খুশি হত-দরিদ্র দুই কৃষক সমারতন রোয়াজা ও মর্ম বিকাশ রোয়াজা স্বেচ্ছাসেবকলীগের খাগড়াছড়ি জেলার নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা