সারাদেশ

বাগেরহাটে শ্রমিক নিহত, আটক ১ 

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি কারখানায় ফরক্লিপ মেশিনের চাপায় শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে বলেশ্বর নদীর তীরবর্তী উপজেলার চাল রায়েন্দা এলাকার চায়না প্রকল্পের কারখানার ভেতর থেকে নিহত ট্রাক ড্রাইভার মো. সবুজ মৃধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার সাউথখালী ইউপির বকুলতলা গ্রামের মো. নওয়াব হোসেন মধু মৃধার ছেলে।

আটককৃত ব্যক্তি কারখানা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা আ. রশিদ আকনের ছেলে মো. শহিদুল ইসলাম তিনি ওই প্রকল্পের একজন ড্রাইভার ।

জানা যায়, প্রতি দিনের ন্যায় কাজ করার উদ্দেশ্যে ড্রাইভার সবুজ চায়নার সিসি ব্লক প্রকল্পে যায়। ওই দিন সকাল দশটার দিকে প্রকল্পের ড্রাইভার মো. শহিদুল ইসলাম এলাকাবাসীকে জানান, ড্রাইভার সবুজ ট্রাক চাপায় মারা গেছে। পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের মরহেদ উদ্ধার করেন এবং বিষয়টি রহস্য হওয়ায় শহিদুলকে আটক করেন।

নিহত সবুজের চাচা আ. সবুর মৃধা ও বকুলতলা ওয়ার্ডের ইউপি মো. দেলোয়ার হোসেন খলিল জানান, শহিদুলের সঙ্গে সবুজের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে কারখানা এলাকায় সবুজকে একা পেয়ে সুপরিকল্পিতভাবে ফরক্লিপ মেশিনের চাপায় শহিদুল তাকে হত্যা করে মরদেহ ট্রাকের নিচে ফেলে রাখে।

এ বিষয়ে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, নিহত ওই শ্রকিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে । তবে, তার একটি হাত ও একটি পা-ভাঙাসহ মাথা থেতলানো অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কোনো রহস্য আছে কি না তা ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে এবং ড্রাইভার শহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা