নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় মুলাম সর্দার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ার রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুলাম সর্দার মিরপুর উপজেলার তালবাড়ীয়া হাইস্কুল এলাকার বাসিন্দা। তিনি তালবাড়ীয়া বালুর ঘাটে বালুর ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে মুলাম সর্দার মোটরসাইকেল যোগে বালুর ঘাট থেকে ফেরার পথে তালবাড়িয়ার রানাখড়িয়া এলাকায় জ্যোতি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুলাম সর্দারের মৃত্যু হয়।
তালবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, সকাল সাড়ে ৭টার দিকে দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুলাম ছিটকে পড়লে ট্রাকটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাস কবীর জানান, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ এবং মোটরসাইকেল নিহতের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মোটরসাইকেলযোগে সকালের দিকে তালবাড়িয়া বালুঘাট থেকে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় মুলাম সর্দারের মৃত্যু হয়। জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
সান নিউজ/আরএস