নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর তাপপ্রবাহের প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। গরমে চরম কষ্টে আছে জেলার খেটে খাওয়া মানুষ। সেই সাথে প্রাণীকুলে পড়েছে বিরুপ প্রভাব।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান জানান জেলায় বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তবে বিকাল ৩ টায় এই তাপমাত্রা পরিবর্তন হতে পারে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান জানান, প্রচন্ড গরমে হাসপাতালে পানিবাহিত ডায়রিয়ার তেমন প্রভাব পড়েনি। তবে, এসময় পচা বাসি খাবার না খাওয়া এবং পানীয় জলে খাবার সময় সতর্ক থাকতে হবে।
সান নিউজ/আরএস