রেজাউল করিম, সিরাজগঞ্জ: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১ মৌসুম এর ধান ক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে বেলকুচি খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা এলএসডি চত্ত্বরে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় ৩ জন কৃষকের কাছ থেকে ৬ মেট্রিক টন ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ক্রয় করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ১ হাজার ৬৩ মেট্টিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্টিক টন ধান বিক্রয় করতে পারবে। আরও জানা যায়, কৃষকের অ্যাপ এর মাধ্যমে ধান সংগ্রহে নিবন্ধন এর কার্যক্রম চলছে। মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের নিবন্ধন ও ধান বিক্রির আবেদন (৩১ আগস্ট) পর্যন্ত চলবে।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে ছালাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেনসহ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সান নিউজ/কেটি