নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে কেজিতে তরমুজ বিক্রির অপরাধে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এ জরিমানা করেন। এ সময় তিনি তরমুজ ব্যবসায়ীদের কেজিতে বিক্রি বন্ধ করে পিস হিসেবে বিক্রির নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, তরমুজ ব্যবসায়ীরা তরমুজ পিস হিসেবে বিক্রি না করে ৫০/৬০ টাকা কেজিতে বিক্রি করছিল। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছিল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৫ ধারায় তরমুজ ব্যবসায়ী বিল্লাল শেখকে ৫০০ টাকা, আফজাল শেখকে ১০০ টাকা ও শাহজাহান মোল্লাকে ৫০০ টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/আরএস