নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলে করোনাকালীন সময়ে চলমান পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ এপ্রিল) নড়াইল সদরের সীমাখালী গ্রামে মজুমদার মন্দির প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুব্রত কুমার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ মার্শিয়া আহমেদ, ডাঃ তনিমা রহমান, সেনিটারী ইন্সপেক্টর সুশান্ত কুমার দত্ত, স্বাস্থ্য সহকারী নাদিরা সুলতানা, রাজন ঘোষ প্রমুখ।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুব্রত কুমার বলেন, গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহে জেলার বিভিন্ন এতিমখানা, আশ্রয়ন প্রকল্প, মাদ্রাসা ও মন্দির এলাকায় মোট ৪৬০ টি প্যাকেট বিতরণ হবে। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি করে ডাল ও ছোলা রয়েছে। এছাড়া সাবান ও মাস্ক বিতরণ করা হয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্তু এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
সান নিউজ//আরএস