নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তি ও প্রমূখ।
এসময় সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনাল) সোহানুর রহমান সোহান, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/আরএস