নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-২ আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারের নেতৃত্বে এক একর জমির ধান কাটা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাফিজুর রহমানের জমির এ ধান কাটা হয়।
সকালে হাওরে মাথায় ছাতা, গলায় গামছা পেচিয়ে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রকে সঙ্গে নিয়ে ধান কাটতে শুরু করেন এ দুই নারী এমপি।
অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওরসহ দেশের যেখানেই কৃষক ধানকাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাাঁড়াবে।
সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, কৃষকের ধান গোডাউনে দেয়া নিয়ে কোনো অনিয়ম হবে না। কোনো সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে চাল যাবে না।
সান নিউজ/আরএস