ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতির মধ্যেও লকডাউন ভেঙে দেশ বরেণ্য ইসলামী আলোচক হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলার জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজার জামাতে এত মানুষ উপস্থিত হয়েছিল যে মাদ্রাসার মাঠ পেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। জানাজায় আসা মানুষের ঢল একদিকে বিশ্বরোড মোড় হয়ে সরাইলের মোড়,অন্যদিকে আশুগঞ্জের কাছাকাছি গিয়ে ঠেকে। এছাড়া ওই এলাকার বিভিন্ন ভবনের ছাদেও বিপুল সংখ্যক মানুষ ভিড় করে।
করোনা পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের সমাবেশ। এমন পরিস্থিতিতে এত মানুষ উপস্থিত হলেও পুলিশ ছিল এক প্রকার নীরব দর্শক।
লাখো মানুষ সমাগমের বিষয়টি স্বীকার করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটু জানিয়েছেন,এত মানুষ উপস্থিত হয়েছিল যে আমাদের কিছুই করার ছিল না।