নিজস্ব প্রতিেবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটিএ এর জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুুুরে শিবালয়ের উথলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নবগ্রামের ভাসান মন্ডলের ছেলে মো. আমিনুল ইসলাম মিন্টু, দাসকান্দি গ্রামের মৃত নিয়ামতের ছেলে মো. মানিক, ধুতরাবাড়ি গ্রামের মৃত কেতাব আলীর ছেলে মো. মোন্তাজ উদ্দিন, মো. কেবারত আলীর ছেলে জাহাঙ্গীর আলম পলাশ ও আলমাছ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ ৬ জনকে আসামি করে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৬ আসামির মধ্যে ৫জনকে গ্রফিতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতার চেষ্টা চলছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছেন।
সান নিউজ/আরএস