বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২২ এপ্রিল ২০২১ ০৪:৪৫
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:৪৯

পুলিশ কর্মকর্তা খুন, বাবাসহ গ্রেফতার ৩ 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিয়া (৪৫) খুনের ঘটনায় মামলা হয়েছে। এতে নিহতের মা, বাবা, দুই ভাই ও দুই ভাইয়ের স্ত্রী এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর তিন ভাইসহ ৯ জনকে আসামি করে দায়ের করা হত্যা মামলায় বাবাসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার নিহত সালাউদ্দিনের মেয়ে সুমাইয়া শ্রাবনী (২০) বাদী হয়ে লোহাগড়া থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সালাউদ্দিন মাগুরা জেলায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিনের। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিশ হয়েও দ্বন্দ্ব মেটেনি। এবার ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন। সোমবার দুপুরের দিকে সালাউদ্দিনের সঙ্গে জসিমউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিমউদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনায় নিয়ে যায় পথে খুলনা-ফুলতলা এলাকা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর তিনটার দিকে সেখানের চিকিৎসকা তাকে মৃত ঘোষণা করেন।

মামলার আসামিরা হলেন নিহত সালাউদ্দিনের বাবা মান্নান মিয়া, মা মনো বেগম, ভাই জসিম উদ্দিন ও গিয়াস উদ্দিন, দুই ভাইয়ের স্ত্রী ছাবিনা বেগম ও শিউলী বেগম এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর তিন ভাই কামাল, আলাউদ্দিন ও পলাশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে বাবা মান্নান মিয়া, ভাই গিয়াস উদ্দিন ও তার স্ত্রী শিউলী বেগম গ্রেফতার হয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা