নিজস্ব প্রতিবেদক,খুলনাঃ এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার ( ২১ এপ্রিল) সকালে তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, মেয়রের মালিকানাধীন মুন স্টার পলিমার ইন্ডাস্ট্রি লিমিটেডের দুর্নীতির সংবাদ প্রকাশ করেন এনটিভি'র স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি মুন্সি আবু তৈয়ব এবং সেটি সামাজিক জোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এতে সামাজিক ভাবে মেয়রের সম্মানহানি হওয়া মামলা দায়ের করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় মঙ্গলবার খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভি'র স্টাফ করেসপন্ডেন্ট আবু তৈয়ব কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনার সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সান নিউজ/আরএস