নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: করোনা ভাইসার মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করায় নরসিংদী জেলাসহ ৬টি উপজেলায় অভিযান চালিয়ে ৬১ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল ) জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই আদালত পরিচালিত হয়।
জেলা শহরসহ ৬টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দিনব্যাপী আদালত পরিচালনাকালে ৫২ টি মামলায় সর্বমোট ৬১হাজার ১৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। জেলা শহর ও মাধবদী এলাকায় ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯ টি মামলায় ৩১ হাজার ৫৫০ টাকা, শিবপুর উপজেলায় ২ টি মোবাইল কোর্টে ৫ টি মামলায় ৪ হাজার ৭০০ টাকা, রায়পুরা উপজেলায় ১টি মোবাইল কোর্ট ৭ টি মামলায় ৩হাজার ৪০০ টাকা, পলাশ উপজেলায় ১ টি মোবাইল কোর্ট ৫ টি মামলায় ৬হাজার ৫০০ টাকা, বেলাব উপজেলায় ১ টি মোবাইল কোর্ট ১১ টি মামলায় ১২হাজার টাকা, মনোহরদী উপজেলায় ১ টি মোবাইল কোর্ট ৫ টি মামলায় ৩হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক জানান, জেলায় পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্তদেরকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত সার্বিক কার্যাবলি/ চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে শাস্তি প্রদান করা হয়। সরকার ঘোষিত বিধি নিষেধ পালনে জেলা প্রশাসন প্রতিদিন অভিযান পরিচালনা করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/আরএস