নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও: করোনা মহামারী ও রমজান মাসে রোজাদারদের আমিষের সরবরাহ নিশ্চিতকরণে ঠাকুরগাঁও প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম চলছে। এতে খামারীরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছে এবং ক্রেতারা নির্ভেজাল খাদ্য পাচ্ছে।
জেলা প্রাণী সম্পদ বিভাগের আওতায় জেলা শহরের কমপক্ষে ১০টি পয়েন্টে দুধ প্রতি লিটার ৫০ টাকা, ডিম প্রতি পিস ৬ টাকা ৫০ পয়সা ও গরুর মাংস ৫২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
বর্তমান করোনা পরিস্থিতিতে খামারীরা যাতে তাদের উৎপাদিত দুধ ডিম বিক্রি করতে অনিশ্চয়তায় না পড়ে এবং ক্রেতারাও বাজারে না গিয়ে সহজে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারে সেজন্য প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে সারা জেলায় চলছে এ কার্যক্রম।
সান নিউজ/আরএস