নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি : মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০এপ্রিল ) সকালে জেলার দুর্গম নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ২৫টি পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে,চাল, ডাল, আলু, তেল, লবণ, আটা ও চিনি।
এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুর রউফ ফরাজির পরিবার।
বীর মুক্তিযোদ্ধা ফরাজির বড় মেয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানিয়া ফরাজি তার পরিবারের পক্ষে এসব ত্রাণ সামগ্রী বুড়িঘাট এলাকার লোকজনের হাতে তুলে দেন।
সান নিউজ/আরএস