নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠদিনে অনেকটা ঢিলেঢালা ভাবে কার্যকর হচ্ছে। শহরের চৌরাস্তায় মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি চলাচলে ট্রাফিক পুলিশ পথচারী ও চালকদের জিজ্ঞাসাবাদ করলেও অনেক দোকানপাট অর্ধ খোলা রেখে বিকল্প পন্থায় ব্যবসা পরিচালনা করছে।
সোমবার(১৯ এপ্রিল) শহরের চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বিভিন্ন গাড়িতে তল্লাশি ও রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করে।অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়ায় অনেক অটোচার্জ গাড়ির যাত্রী সিট রেখে দেয়। তবে অন্যান্য দিনের তুলনায় অটোরিকসা ও মোটর সাইকেলসহ বিভিন্ন গাড়ির সংখ্যা ছিল বেশি। অনেক পথচারীকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।
এছাড়াও বেশিরভাগ মার্কেটের সামনে দোকানদার ও তাদের কর্মচারীদের ভীড় করতে দেখা গেছে। মেইনগেট অর্ধেক খুলে ভেতরে ব্যবসা চালান ব্যবসায়ীরা। কোথাও কোথাও অর্ধেক সাটার খুলে রেখে বাইরে একজন পাহারাদার বসিয়ে রেখে ব্যবসা চালিয়ে আসছে। উপজেলা ও গ্রাম পর্যায়ে লকডাউনের প্রভাব আরও কম।সেলুন থেকে শুরু করে অপ্রয়োজনীয় অনেক দোকানপাট খোলা রাখা হচ্ছে।
জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা লকডাউন কার্যকরে মনিটরিং ও জরিমানা করলেও অনেক ব্যবসায়ীরা সেসবের তোয়াক্কা করছেন না।
সান নিউজ/আরএস