সারাদেশ

ভোলায় শত্রুতার জেরে শতাধিক গাছের চারা কর্তন

নিজস্ব প্রতিবেদক, ভোলা: ভোলায় রাতের আধাঁরে শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। জমির মালিক আ: মান্নান জানান, ওই জমি নিয়ে সম্প্রতি তার বড় ভাই আব্দুল হাই এর সঙ্গে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে।

আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম জানান, উত্তরাধিকার সূত্রে দীর্ঘ ৩৫ বছর ধরে ওই জমি তাদের ভোগদখলে রয়েছে। সম্প্রতি তার চাচা ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি করেন এবং জমির দখল নিতে চেষ্টা করে ব্যর্থ হয়ে রাতের আধাঁরে প্রায় শতাধিক গাছের চারা কেটে ফেলেছেন। উল্টো তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কয়েক দিন ধরে আব্দুল হাই তার ভাই আব্দুল মান্নান এর ওই জমি দখলের পায়তারা করে আসছিলেন। এ নিয়ে একাধিক মামলাও দেয়া হয়েছে। কিন্তু আইন আদালতে কোথাও সুবিধা করতে না পেরে আব্দুল মান্নানের লাগানো গাচের চারাগুলো কেটে ফেলার হুমকি দেয়। এর পর থেকেই গত কয়েক দিন আব্দুল মান্নান ও তার ছেলে ইব্রাহিম রাতে রাতে ওই গাছগুলো পাহারা দিতো। রাতেও তারা পাহারায় ছিল। রাত ২টার দিকে কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কাটতে শুরু করে। এক পর্যায়ে আব্দুল মান্নান টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী জেগে যায়। গিয়ে দেখে ৩২ শতাংশ জমিতে লাগানো গাছের প্রায় অর্ধেকই কেটে ফেলেছে।

এ বিষয়ে আ: হাই গণমাধ্যমকে জানান, জমি নিয়ে তার ভাই এর সাথে বিরোধ রয়েছে। রাতের আধারে কে বা কারা গাছগুলো কেটেছে তা তিনি জানেন না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা